আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি মীমাংসিত, পিআর ইসলামবিরোধী: নেজামে ইসলাম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয় এবং এতে কোনো সংস্কারের প্রয়োজন নেই। তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে ইসলামবিরোধী ও বিদেশি এজেন্ডা হিসেবে আখ্যায়িত করে এর বিরোধিতা করেছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পিআর পদ্ধতি ইসলামের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক, কারণ ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলে, দল বা প্রতীক নয়। তিনি অভিযোগ করেন, এই পদ্ধতি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলগুলোর পুনর্বাসনের জন্য ব্যবহৃত হচ্ছে, যা দেশের জনগণ মেনে নেবে না।

আশরাফুল হক বলেন, পিআর পদ্ধতি সরকার ও রাষ্ট্রকে দুর্বল করে বিদেশি শক্তির তাঁবেদার বানানোর ষড়যন্ত্রের অংশ। তিনি আরও বলেন, এই পদ্ধতি ফ্যাসিবাদী শক্তিকে আনুপাতিক হিসেবের মাধ্যমে আসন পেতে সাহায্য করবে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনগণের কাছে অগ্রহণযোগ্য।

তিনি দাবি করেন, পিআর পদ্ধতির পক্ষে যারা ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন, সুষ্ঠু নির্বাচনে তাদের জামানতও বাজেয়াপ্ত হবে।