জামায়াত আমির শফিকুর রহমানের খোঁজ নিলেন মুফতি ফয়জুল করিম

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে হাঁটাচলা করতেও দেখা গেছে। তিনি দেশবাসীর কাছে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।