বিএনপি যুগ্ম মহাসচিবের আহ্বান: রাজনীতি সেবার জন্য, মোড়লগিরি নয়

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন রাজনীতি করতে হবে সেবা ও সম্মানের জন্য। তিনি বলেছেন, কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এমন ভাব থেকে সরে আসতে হবে এবং ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ্যানি উল্লেখ করেন, ৫ আগস্টের পর জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপসহীনভাবে কাজ করার চিন্তা করছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, তার কথা ভুলে যাওয়া যাবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ডও চলবে না।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi