জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষারের বক্তব্যের জবাবে দলের আরেক নেত্রী নীলা ইস্রাফিল বলেছেন, জনগণের টাকায় বিলাসিতা করা কোনো রাজনৈতিক অর্জন নয়, বরং এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শুক্রবার (২২ আগস্ট) তিনি নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের পোস্টকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন:
সারোয়ার তুষারের মতে, পার্থ সাহেব মানতে পারছেন না যে কোনো পারিবারিক লিগ্যাসি ছাড়া একজন ছাত্রনেতা বাংলাদেশের মন্ত্রী হয়েছেন। তিনি লিখেছেন, “বাংলাদেশের সাধারণের ছেলেমেয়েরা কেন রাষ্ট্র চালাবে? রাষ্ট্র চালাবেন পার্থ সাহেবের বাবা এবং সেই পারিবারিক সূত্রে পার্থ সাহেব।” তিনি আরও বলেন, “আপনারা চান বারবার নব্বই ঘটুক, ছাত্রদের বুকের ওপর ট্রাক উঠিয়ে দিক সামরিক স্বৈরাচার, হেলিকপ্টার থেকে গুলি করুক ফ্যাসিবাদী গণহত্যাকারী। ছাত্ররা কেন ক্ষমতার হিস্যা বুঝে নেবে? তারা আজীবন ক্যান্টিনের পাতলা ডাল খাবে আর গণরুমের নির্যাতনের শিকার হবে।”
তিনি পার্থ সাহেবকে উদ্দেশ্য করে বলেন, “আপনার বক্তব্যে দগদগে শ্রেণিঘৃণা। কিন্তু আপনাদের শ্রেণি উত্তরণ কীভাবে ঘটল, সেইটা ঘাঁটাঘাঁটি করলে বড় অপ্রিয় সত্য বের হয়ে আসে।”
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন