ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়, মির্জা আব্বাসের বিস্ফোরক অভিযোগ

গতকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয়লাভ করেছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি পদে বিজয়ী হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। এছাড়া, ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা, বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচনের ফলাফলের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ‘আঁতাত করে’ ছাত্রশিবির এই নির্বাচনে জয়ী হয়েছে।

মির্জা আব্বাস বলেন, “আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসল। আমার তো হিসাব মেলে না ভাই।” তিনি এই ফলাফলকে কারচুপি হিসেবে না দেখে দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “যখনই আমরা বিভিন্ন দল একসঙ্গে বসি, জামায়াতে ইসলামীর নেতারা বারবার বলেন, ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে।’ কিন্তু তলে তলে তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিল।”

এই অভিযোগের মাধ্যমে মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi