নেত্রকোনায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে জনগণ ভোট দিতে পারলে, আমরা বিশ্বাস করি তারা বিএনপিকে ক্ষমতায় আনবে।” তিনি দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, “বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল। আমরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছি।” তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, মামলা, হামলা, অপহরণ ও হত্যার পথ বেছে নিয়েছিল। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে এসেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও, গণতন্ত্র এখনও ফিরে আসেনি। পতিত স্বৈরাচার ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে।”
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা প্রমুখ।