গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার কারণে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকের সমাবেশ। কিন্তু রাজপথে কিছু মিছিল থেকে জামায়াতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। মানুষ কি জামায়াতের বিরুদ্ধে সোচ্চার, নাকি গোপালগঞ্জে হামলার বিরুদ্ধে?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ প্রকাশ্যে গোপালগঞ্জে হামলা চালিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অথচ জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এর গভীরে যেতে হবে। এই সরকার খুবই দুর্বল এবং সিদ্ধান্তহীন। তাদের সঙ্গে আরও কিছু শক্তির যোগাযোগ থাকতে পারে। আমি গণতদন্ত কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুধু অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করলেই হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

ডা. তাহের বলেন, “আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এবং পরিচালন

বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।