আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে কলাবাগানে অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে সৃজনশীল পাঠশালা চারুপুথির আয়োজনে রাজধানীর কলাবাগানে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল ছবি আঁকার পাশাপাশি ইনভেন্টরস পাপেটের আয়োজনে পাপেট শো ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, শিশুরা ৫ হাজার ফিট লম্বা কাগজের রোলে সুন্দরবন, প্রাণ-প্রকৃতি ও বাঘের ছবি আঁকবে। বছরব্যাপী চলা এই কার্যক্রম শেষ হবে আগামী বছরের আন্তর্জাতিক বাঘ দিবসে।

ঢাকার আয়োজনের পর এই রোল একটি ক্যারাভ্যান ভ্যানের মাধ্যমে দেশের বিভাগীয় শহরগুলোতে পৌঁছাবে। সেখানে কোমলমতি শিশুরা এই বৃহৎ আয়োজনের অংশ হবে। এরপর এই ছবি জমা দেওয়া হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর জন্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, “আমাদের বাস্তুতন্ত্রে প্রকৃতির প্রতিটি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুন্দরবনের প্রতিটি গাছ ও প্রাণী বাঁচানো আমাদের সবার দায়িত্ব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইল্ড টিমের সিইও অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও তানভীর হায়দার চৌধুরী এবং কলাবাগান স্পোর্টস ক্লাবের সভাপতি। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা শিশু-কিশোরসহ সব বয়সের মানুষকে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বুদ্ধ করতে চান, যাতে ভবিষ্যৎ পৃথিবী হয় আরও ন্যায্য, নিরাপদ ও টেকসই।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi