ভূরুঙ্গামারীতে প্রতীকী নৌকা ঝোলানোর ঘটনায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী ‘নৌকা’ রাস্তায় ঝোলানোর ঘটনায় আওয়ামী লীগের কর্মী আবদুল বারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজারসংলগ্ন এক মোড়ে স্থানীয় দুই ব্যক্তি রাস্তার ওপর প্রতীকী নৌকা ঝুলিয়ে দেন। নৌকার সঙ্গে ডিজিটাল প্রিন্ট করা একটি ব্যানার ছিল, যেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ব্যানারে ওই দুই ব্যক্তির ছবিও ছিল। শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দ করে এবং ব্যানারে থাকা ছবির ভিত্তিতে আবদুল বারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবদুল বারীর বাড়ি উপজেলার গছিডাঙ্গা এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি ময়নাল হক, যার বাড়ি কুড়ার পাড় এলাকায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত ময়নাল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কুড়িগ্রাম জেলার সদস্যসচিব সাদিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতীক রাস্তায় ঝোলানো উদ্বেগজনক। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর কিছুদিন প্রশাসন ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়েছিল। তখন ফ্যাসিস্টরা পালিয়ে বেঁচেছিল। কিন্তু সম্প্রতি পুলিশের নীরব ভূমিকার কারণে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররা সাহস দেখাচ্ছে।”

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi