জুলাই আন্দোলনের হত্যা মামলা: আমির হোসেন আমু ও আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানোর নির্দেশ

 জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে প্রকৌশলী সুজন মাহমুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া ধানমন্ডিতে শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া এই আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।