কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে অব্যাহতি, আইনি ব্যবস্থার অনুরোধ

 নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) জেলা স্বেচ্ছাসেবক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন—নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. খোকন মিয়া, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোশারফ আকন্দ এবং নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রুবেল মিয়া।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না এবং সহ-দপ্তর সম্পাদক শামীম ওসমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নৈতিক অবক্ষয়ের অভিযোগে এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।