৩ আগস্টের ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা

আসন্ন ৩ আগস্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে অংশগ্রহণে ইচ্ছুক নেতাকর্মীদের জন্য ছয় দফা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এই নির্দেশনাগুলো জানান। বিবৃতিতে বলা হয়, সমাবেশকে শৃঙ্খলাপূর্ণ ও সফল করতে এই নির্দেশনা মেনে চলতে হবে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের।

U

১. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।
২. কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নির্ধারিত স্থানে ইউনিটগুলোর বাধ্যতামূলকভাবে অবস্থান নিশ্চিত করতে হবে।
৩. কাঁটাবন মোড় থেকে পিজি হাসপাতাল ও আজিজ সুপার মার্কেটের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচলে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করতে হবে।
৪. ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি সমাবেশের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
৫. ব্যক্তিগতভাবে শোডাউন কিংবা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়া নিষেধ।
৬. নির্ধারিত স্থানে অবস্থান শেষে স্থান পরিষ্কার করে তবেই সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজস্ব স্বাক্ষরে এই নির্দেশনা দিয়েছেন।

ছাত্রদল আশা করে, নির্ধারিত বিধিবিধান মেনে সব ইউনিটের নেতাকর্মীরা ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিয়ে একটি শৃঙ্খলাপূর্ণ, শক্তিশালী ও উদ্দীপনাময় পরিবেশ নিশ্চিত করবেন।