নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ডিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণ ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া এবং গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় লালবাগ জোনাল টিম প্রথম গ্রেফতার করে এস এম জালালকে। এরপর একে একে বংশাল, সেগুনবাগিচা, ওয়ারী, বসুন্ধরা, উত্তরা, পান্থপথ ও মাতুয়াইল এলাকায় পৃথক অভিযানে অন্যদের গ্রেফতার করা হয়।

বিশেষ করে ডিবি সাইবার সাউথ ডিভিশন, ওয়ারী বিভাগ ও মিরপুর বিভাগ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোয়েন্দা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এসব গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের ব্যানারে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi