ছাত্র আন্দোলনে ২০ দিনে দেড় হাজার হত্যাকাণ্ডের অভিযোগ মান্নার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাত্র-জনতার চলমান আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে দেড় হাজারের বেশি মানুষ হত্যার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে জুলাই-আগস্টে মাত্র ২০ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না।”

রোববার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, “জয়নুল আবেদিন ফারুকের ওপর নির্যাতন ম্লান হয়ে গেলেও বর্তমান সরকারের গণহত্যা ইতিহাসে অমোচনীয় দাগ রেখে যাবে।” তিনি ছাত্র আন্দোলনের প্রসঙ্গে বলেন, “এটি শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান। নিহতদের অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বগুড়ায় ১১ জন নিহত হয়েছে, যারা সবাই খেটে খাওয়া মানুষ।” আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, “বিএনপিই এই নির্বাচনে জয়ী হবে। মানুষ এখনও বিএনপির দিকে তাকিয়ে আছে।” তিনি আরও বলেন, “বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। প্রতিশোধ নয়, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।” ৭৫ বছর বয়সী এই নেতা তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তরুণরা জ্ঞান ও বুদ্ধি দিয়ে দেশ গড়তে এগিয়ে আসুক। তারাই নতুন বাংলাদেশ গড়তে পারবে।”
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ, গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ২০১১ সালের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।