নড়াইলে বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারে চা দোকানি ও বিএনপি কর্মী আব্দুর রহিমকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত রহিমকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন শেখের সমর্থকদের ডাকে গণসমাবেশে অংশ না নেওয়ায় এই হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রহিমের দুই পা ও কোমরে কোপ দেয়, যার ফলে তার শরীরে অন্তত ২০টি সেলাই পড়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তরা পলাতক এবং হুমায়ুন শেখ বিদেশে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi