ডাকসু নির্বাচন ২০২৫: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বড় জয়, ছাত্রদলের ভরাডুবি

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বড় জয় পেয়েছে। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। অন্যদিকে, ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট এবং শামীম হোসেন ৩,৬৮১ ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট, এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এজিএস পদে ছাত্রশিবিরের মহিউদ্দিন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। তবে, কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। এমন পরিস্থিতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নেতাকর্মীদের কোনো মিছিল না করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।” তিনি আরও বলেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”

নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রায় ৩৯,৮৭৪ জন ভোটারের মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। ফলাফল ঘোষণা করা হয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

তবে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে লিখেছেন, “ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। পাঁচই অগাস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi