জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠকে ডা. তাসনিম জারা: আগামীর বাংলাদেশ তরুণ ও নারীদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ—তরুণদের, নারীদের এবং আমাদের মা-খালাদের। তিনি বলেন, “এই বাংলাদেশ যাতে সবার হয়, সেই চেষ্টাই আমরা করছি। যে সংবিধান আপনার-আমার অধিকার সংরক্ষিত রাখবে, সেই সংবিধানের পথেই আমরা হাঁটব। আমাদের পথটা অনেক লম্বা। খুব সহজেই যে আমরা এ লড়াইয়ে জিতব, সেটি ধরে নিচ্ছি না। আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে, আর আমরা এর জন্য প্রস্তুত।”

সোমবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জাতীয় দাবিতে’ আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা আরও বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সীমাহীন খুন, গুম ও নির্যাতন হয়েছে। তিনি অভিযোগ করেন, “তার সময়ের সব নির্বাচনই ছিল অবৈধ। তরুণদের নেতৃত্বে আপামর জনগণ রক্ত দিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ইন্টেরিম সরকারকে ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু গত এক বছর ধরে এই বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটু কথা বলা হচ্ছে। বলা হচ্ছে, আমরা বয়সে ছোট, আমরা কীভাবে দেশ চালাব? কিন্তু এই ছোট মানুষদেরই দেশের প্রতি মায়া বেশি। তরুণরা ক্ষমতার প্রতি প্রশ্ন ও চ্যালেঞ্জ ছুড়তে পারে। তাদের সেই সাহস আছে।”

তিনি জোর দিয়ে বলেন, “তরুণরা শুধু রাজপথে রক্ত দেবে, কিন্তু তাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে না—সেটি আর এ দেশে চলতে দেওয়া হবে না।”

২০২৪ সালের অভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন, “নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বিপ্লবী নারীরা এখন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। যেসব নারী রাজনীতি করতে চান, তাদের জন্য নিরাপদ স্থান গড়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা এনসিপি সদস্য ও ফরিদপুর গ্রামের বাসিন্দা সামসুজ্জামান হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, সিলেট মহানগর শাখার প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল চৌধুরী, জেলা সদস্য সুহেল আহমেদ মুসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া এবং মো. গিয়াস উদ্দিন।

উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi