কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ আসার আগেই পলায়ন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের এই মিছিলে সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিল শুরুর আগে কয়েকশ ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন। এরপর হঠাৎ স্লোগান দিতে দিতে তারা মহাসড়কে মিছিল শুরু করেন। কয়েক মিনিট স্থায়ী এই মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে মিছিলকারীরা প্রায় ২০-৩০ মিনিট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

স্থানীয় সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লা দক্ষিণ জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ধরনের অবৈধ সমাবেশ ও মিছিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi