ডাকসু নির্বাচনে আব্দুল কাদেরের জন্য ভোট চাইলেন এনসিপি’র নাহিদ ইসলাম

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট প্রার্থনা করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময় আমরা কখনো ভাবিনি যে কাদের এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদের সবসময় নীরবে-নিভৃতে কাজ করে গেছে। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন জাতির প্রয়োজন পড়ে।”

তিনি আরও লিখেছেন, “গত এক বছরে অনেকে অনেক কিছু হয়েছে। সবাই গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিয়েছে। কিন্তু কাদের সযত্নে নিজেকে সবকিছু থেকে আলাদা রেখেছে। যদিও অনেক কিছুর দায়ভার কাদেরদের উপর এসে পড়েছে।”

নাহিদ ইসলাম বলেন, “আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে, এই প্রত্যাশা রাখি। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের! সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক!”

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi