সিরাজদিখানে নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার বাদী বিথী আক্তারকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের বিরুদ্ধে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

বিথী আক্তার জানান, স্বাধীন শেখ দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। গত ১৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তিনি বিথীর ঘরে থাকা অবস্থায় গ্রামের লোকজন তাদের আটক করেন। পরদিন ১৭ জুলাই গ্রাম্য শালিসের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু স্বাধীন শেখ ও তার পরিবার এই সিদ্ধান্ত অস্বীকার করেন। এরপর বিথী আক্তার ২৩ জুলাই মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

বিথী আরও জানান, এই মামলার জেরে ক্ষিপ্ত হয়ে স্বাধীন শেখ মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। গত ১ আগস্ট স্বাধীনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় সদস্যের একটি দল লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় বাধা দেওয়ায় তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর বলেন, “আমি এই থানায় নতুন এসেছি। মামলার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। মারধর বা হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাদীর পরিবার নিরাপত্তার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে।