জামায়াতে ইসলামীর নায়েবে আমির: পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

 মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গতানুগতিক পদ্ধতিতে নয়, পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জোর দিয়ে বলেন, “পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর পদ্ধতির বিরোধিতা করে, তারা জনপ্রিয়তার ওপর ভরসা না করে চাঁদাবাজির অর্থ এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরতে পারবে না। কেউ যদি আবার ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চায়, তাহলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।” তিনি জানান, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের ওপর যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জামায়াতে ইসলামী সর্বদা প্রস্তুত থাকবে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi