সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না: হবিগঞ্জে বিএনপি নেতা জিকে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, "সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা বহুবার আওয়ামী লীগকে সতর্ক করেছি, কিন্তু তারা শোনেনি। তারা মনে করেছিল কেয়ামত পর্যন্ত এ দেশের মানুষের ওপর চেপে বসে ক্ষমতায় থাকবে।"

শুক্রবার (১ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিকে গউছ আরও বলেন, "আল্লাহ অহংকারীকে প্রশ্রয় দেন না। ফেরাউন ও নমরুদের মতো যারা ক্ষমতার অপব্যবহার করে, ইতিহাস সাক্ষী—আল্লাহ তাদের ধ্বংস করেছেন। এক বছর আগেই আওয়ামী লীগ দলবল নিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। তাদের পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে।"

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, আফজাল হোসেন, আজিজুর রহমান কাজল, গুলজার খানসহ অন্য নেতৃবৃন্দ।
সভায় নেতারা আওয়ামী সরকারের সমালোচনা করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।