চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর অংশগ্রহণ, বিতর্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের একটি মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী মোবারক হোসেনের অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মোবারক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের ‘বিজয়’ উপগ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হন এবং তার সহপাঠীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একটি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আগমন উপলক্ষে শাখা ছাত্রদল একটি মিছিলের আয়োজন করে। ওই মিছিলে মোবারক হোসেনকে সামনের সারিতে দেখা যায়। এছাড়া মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত ২৪ জানুয়ারি আন্দোলনের সময় শিক্ষার্থী ও একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৮৪ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে, যার মধ্যে মোবারক হোসেনের নামও ছিল। এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের আলাওল হল প্রাঙ্গণে শিক্ষার্থীরা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের ছবিসহ একটি ব্যানার টাঙায়, যেখানে মোবারকের ছবি ও নামও ছিল।

জানতে চাইলে মোবারক হোসেন বলেন, “আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নই। সেদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ছিলাম। ছাত্রদলের মিছিল আসলে আমি সেখানে ঢুকে পড়ি।” বহিষ্কারাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার নামে অভিযোগ দেওয়া হয়েছে। আমি আত্মপক্ষ সমর্থন করেছি।”

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “ওই ছেলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়ে জানার পর আমরা সতর্ক রয়েছি।”

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi