জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত–শিবিরের নেতারা: ছাত্রদল

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে অংশগ্রহণের কোনো ছবি দেখাতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরের ষোলশহর শপিং সেন্টার চত্বরে গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগর ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে। নাছির উদ্দীন বলেন, “এক বছর হলেও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সভাপতিসহ নেতারা জুলাই–আগস্টের কোনো ছবি দেখাতে পারেননি। অথচ ছাত্রদলের ১৪২ নেতা–কর্মী শহীদ হয়েছেন। গুপ্ত এই সংগঠন জুলাই–আগস্টের আন্দোলনে অংশ নেওয়ার ছবি দেখাতে পারলে, তাঁরা যা বলবেন, তা মেনে নেব।” তিনি ঢাকা জামায়াতের মহানগরী দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বলেন, “এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, নইলে ছাত্রদলের নেতা–কর্মীরা বসে থাকবেন না।” তিনি চকবাজার হত্যাকাণ্ড নিয়ে শফিকুলের বক্তব্যকে শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে বলেন, তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের মতো বক্তব্য দিচ্ছেন। চট্টগ্রাম ও কক্সবাজারে খুন ও শিক্ষাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ তুলে নাছির বলেন, “জামায়াত–শিবিরের আসল রূপ দেখতে চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহীতে যান।” চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সম্প্রতি ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মব তৈরি করেছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “কথিত সাধারণ শავিদ্যার্থীর ব্যানারে শিবির বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করছে। ষড়যন্ত্র ও মব তৈরি করে ছাত্রদলের অগ্রযাত্রা রুখতে পারবে না। ছাত্রদল ইতোমধ্যে ১ হাজার ৬০০ প্রতিষ্ঠানে কমিটি গঠন করেছে এবং আরও আড়াই হাজার প্রতিষ্ঠানে শিগগিরই করবে।” গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়ে নাছির বলেন, “১৬ জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির গোপালগঞ্জে রাজনৈতিক প্রচারণা চালানো ঠিক কি না, দেশবাসী ভালো বলতে পারবে। কর্মীদকে বিপদে ফেলে নেতা–কর্মীরা পালিয়ে গেছেন কি না, তা জানি না। সন্ত্রাসকবলিত গোপালগঞ্জে যাওয়া সমীচীন হয়নি।” সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া প্রমুখ।